কৃষক
                 ক্রমিক-নংঃ ১৭০
  ____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


খেতের ঐ ধান গাছ নিড়িয়ে
মাঝে মধ্যে একটু খানি ঝিরিয়ে
খেতের ঐ আঁকা বাঁকা পথটি ধরে
কৃষক কাঁদে ঘামছা ফেলে ঘরে ফিরে।


রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
কখনো গাঁয়ের রসে ভিজে
অক্লান্ত পরিশ্রমও করে
তবুও সে অহংকারী ন'রে।


সব সাধকের বড় সাধক
আমার চাষা ভাই
আমরা তাদের কৃষক বলে
শুধু অবহেলা, অসম্মান করে যাই।


তাদের এমন মহান কর্মের
দেয়নি কেউ মূল্য
শত কষ্টের পরেও তাদের
গোলা রয় শূণ্য।


সাত-সকালে সূর্য হয়নি উদয়
তবুও পাই তাদের মাঠে
এতো কষ্ট নিরবে সহ্য করে
সন্তান যেন থাকে দুধে ভাতে।


তারাই তো সোনার মানুষ
সোনায় পরিপূর্ণ
তাদের দেহ হতে আসে ভাই
সোনার মাটির মিষ্টি সু-গন্ধ।


শত কষ্টের পরেও তারা
ঠিক মত দু'বেলা পায় না খেতে
তারা না খেয়ে থাকলে
কার কি যায় আসে তাতে!!


রচনাকালঃ ১৯--০১--২০১৬ইং
(মিরিকপুর,ফলোয়ান-বাড়ী)লক্ষ্মীপুর।