কেন পোড়াও
      ✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
         ক্রমিক-নংঃ ৩৫৯


এমন শুশ্রী চোখের ইশারায়
নেনোসেকেন্ডের মাথায় এতো যত্ন করে
কেন পোড়াও বন্ধু আমায়!


দূরত্বটা বহুদিনের দিপাক্ষিক প্রহরের
তবুও প্রচণ্ড কষ্টের তাপে কেন
ঝলসে দাও আমার ভিতরও বাহির!


এই তো সেইদিন বৃষ্টিধোয়া সন্ধ্যায়
কফি হাতে বারান্দায়, হঠাৎ স্মৃতিরা ছুঁয়ে গেল
ঝরিয়ে দিলো ক'ফোঁটা নোনতা জল।


উত্তপ্ত দাবদাহের মাঝেও তোমার মৃদু হাসিতে
কোথা হতে যেনো এক শীতল স্পর্শ অনুভূত হয়,
অনন্ত ভালোবাসা দ্রবীভূত হয় বিষম হৃদয়ে।


মাঝে মধ্যে বেখেয়ালে গেয়ে উঠি
তোমার প্রিয় সেই গান, ফেলি কষ্টের দীর্ঘশ্বাস।
তবুও যেনো ভেতরে ভেতরে আমি কতোই না পরিতৃপ্ত...!


আর কত বৈচিত্র্য নিয়মে পোড়াবে বন্ধু
দুঃস্বপ্নের মতো কপটে বসে করবে কত ছলনায়?
এবার আমায় নিস্তার দাও, আর নিতে পারছি না....!


রচনাকালঃ ২৯শে আগষ্ট ২০১৯ইং
লক্ষ্মীপুর।