কোথায় আছো কতটা দূরে ঠিক জানি না।
কেন হারিয়ে গেলে অবেলায়,আমার চিলেকোঠা শূণ্য করে
       সেটাও ঠিক জানি না।
তুমি তো আমার জীবন ছিলে আর আমি তোমার......
তোমাকে নিয়ে কত কি স্বপ্ন বুনেছি
দু'টি দেহ এক আত্মা হয়ে বাঁচব ভেবেছি
তবে কেন আজ দু'জনার পথ
বক্ররেখার মত গিয়েছে বেঁকে
তবে কি ভাবনার ঘরে উইপোকা বাসা বেঁধেছিল
নাকি অন্যকোন গল্প ছিল বাস্তবতার আড়ালে
কেন হারিয়ে গেলে.....?
আর আমি তো শুধু তোমারি ছিলাম
তোমাকে আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম
এই ক্ষুদ্র জীবনে বেশি কিছু তো চাইনি পৃথিবীর কাছে
কি দোষ ছিল আমার বল,কেন হারালাম তোমায়।
কেন আজ আমায় তুমিহীনা আমার করে দিলে
কেন আমার চঞ্চলময়ী স্বভাবটা কেড়ে নিয়ে অলস, নির্বাক করে দিলে।
তোমাকে হারিয়ে আজ আমি পুড়ছি ভিষন্নতায়
আর কি ফিরে পাবো না,শূণ্য জীবনটায়
আমার কাছে তুমি মানে আরেকটা আমি
সেই তুমি, আমার প্রিয়তম নারিয়া
আমি তোমাকে ভালবেসে নারিয়া বলেই ডাকতাম
আর  তুমি আমাকে জানু বলে ডাকতে
সবকিছু কি মিথ্যে ছিলো,কি করে ভুলে গেলে।
খুব ভালবাসি আজো তোকে
আচ্ছা মনে কি  আছে তোমার
আমার পাগলামীতে একরকম বাধ্য হয়ে
দু'জন দু'জনকে তুই বলে ডাকতাম।
খুব জানতে ইচ্ছে হয়
এখন কি তাকেও জানু বলে ডাকো...?
আজ তুমি অন্য কারো,ভাবতেই ঘুমন্ত ব্যথারা আর্তনাদ করে
আমি তোমাকে  ভোলার বৃথা চেষ্টা  করিনি
কারণ,আমি জানি;সেটা সম্ভব না.....
তোমাকে  ভুলে যাব কি করে
মানুষ কি কখনো নিঃশ্বাস নিতে ভুলতে পারে
আর তুমি আমার সেই নিঃশ্বাস
তোমার মাঝে বসত করে আমার সকল
ভাল লাগা,ভালবাসার প্রঃশ্বাস
আজো আমি,পথ চেয়ে বসে আছি
তোমার অপেক্ষায়.........
বললে না তো, কেমন আছো তুমি
সব কিছু ভুলে।ভুলে আমায়....
আচ্ছা  তোমার কি একটুও মনে পড়ে না আমায়
সত্যি কি মনে পড়ে না হারিয়ে যাওয়া রঙ্গীন দিনগুলি
আর মনে পড়বে বা কেন,আমি তো মনে রাখার মত কিছুই দিতে পারিনি।
আমি চাই তুমি সুখে থাকো
নতুন জীবন সঙ্গীকে সঙ্গী করে ভাল থাকো
আমি না হয়,তোমার স্মৃতি গুলো বুকে আগলে রেখে
দূর থেকেই ভাল থাকব।


রচনাকালঃ২৯--১১--২০১৭ইং
ক্রমিক নংঃ ২৬৪।