দুরের ঐ আকাশটাকে স্পর্শ করতে করতেও
যেন করতে পারেনি হিজল জামরুল,
কোথাও আবার সুবিশাল পাহাড়ের উপর
বসে গান শোনায় নিপুণা কন্ঠে পক্ষীকূল।


কোথাও আবার সবুজ তৃণসদৃশ্য দিগন্ত
দিকের পর দিক হয় শেষ। তবুও মিলেনা অন্ত,
অপরূপ এই সবুজের দেশে,নদীরা ছুটে চলে
আপন মনে।বাধাহীন অন্তহীন নিজস্ব গতিতে।


যতইদেখি তত মুগ্ধো হই,প্রেমে পড়ি বার বার
এযে স্বর্গ হতে নেমে আসা,তোমার আমার,
চিরচেনা সবুজ-শ্যামল বাংলা,এতো সবার
আমিও যেন ফিরে আসি,মৃত্যুর পরেও আবার।