আঠারো বছর বয়স আমার
চিন্তা শক্তি,ভাল-মন্দ ভক্তি,
কিছুই নেই বিধাতা আমার
বইছে আঠারোর তোল পার।


আঠারো বছর বয়স আমার
আছে শুধু এক বুক প্রেম শক্তি,
আছে ঠকবগে রক্তের উপসিরায়
লেখা প্রিয়সী তোমার নামটি।


আঠারো বছর বয়স আমার
নিজেকে বেশ লাগছে বড়,
কোন কিছুতেই মাথা নিচু নয়
সব কিছুতেই আমি যুগ যিও।


আঠারো বছর বয়স আমার
নেই তো কোন ভয়,
মেনে নিতে পারি না
অনাকাঙ্ক্ষিত শত্রুর হাতেই পরাজয়।


আঠারো বছর বয়স আমার
বুঝে না সে বাঁধা,
উত্তর হতে দক্ষিণ কোন
খুজে বেড়ায় মনো রাঁধা।


আঠারো বছর বয়স আমার
সব কিছু মুঠোই চাই,
যদিও তার যোগ্য নই
তবুও আমি পেতে চাই।


রচনাকাল
১৫/০৩/২০১৭ইং