আয় বৃষ্টি আয়-
শহর নগর গাঁয়
পুড়ছে জীবন গরম ভাপে
জ্বলছে ফসল রোদের তাপে
একটুখানি স্বস্তি পেতে
সবাই তোকে চায়।


আয় বৃষ্টি আয়-
নূপুর পরে পায়
ঝমঝমিয়ে ঘরের চালে
নাচবি- নদী বিলে খালে
তোর নাচনে কষ্ট যেন-
সকল মুছে যায়।


আয় বৃষ্টি আয়-
দেশের আঙিনায়
ফুল ফসল ও পশুপাখি
হোক না সবাই মাখামাখি
ওষ্ঠাগত প্রাণটা বাঁচুক
তোর একটু কৃপায়।