ভাবেছিলাম, দেখি তুমি কী করো-
পথটা আমার আগলে যদি ধরো?
বলো-
"যেতে দেবোনা! এভাবে তো নয়,
মনের গহীনে রেখে যতো সংশয়!"
তখন-
ভালোবাসা হতো স্বার্থের চেয়ে বড়!


তুমি চুপচাপ! বললে না কোন কথা।
ভেবে নিলাম, তব সম্মতি- নিরবতা।
তুমি-
চাওনি রোখো; এই আমায় কোনমতে
মৃদু পায়ে পায়ে এগিয়ে গিয়েছি পথে
শেষে-
নীড়হারা মন খুঁজে নিলো স্বাধীনতা।।


২৮ মার্চ ২০১৮, লালমনিরহাট।