আদু শেখের দাদু নাকি
মস্ত বড়ো পাণ্ডা!
পরের জমি দখল করে
উড়ান কত ঝাণ্ডা।

একদিন...এক মধ্য রাতে
লড়াই বাধে কারো সাথে-

ঢিসুম ঢিসুম মারতে গিয়ে
খেলেন ক’ ঘা ডাণ্ডা!
সেদিন থেকে দাদুর মেজাজ
ভীষণ রকম ঠাণ্ডা।।