সময় দিলাম-
এখনও ওঠ্ জাতে!
নইলে শালা-
কামড়ে দিবো দাঁতে।
ছাই ছিটাবো-
তোর ঐ গরমভাতে।
বোধ ফিরাবো-
শক্ত জুতোর ঘা-তে।।


সময় আছে-
এখনও ওঠ্ জাতে!
সাস্ত্রী সিপাই?
কাজ হবেনা তাতে।
আম জনতা-
ক্ষ্যাপলেরে একসাথে
যার যা আছে-
আবার নেবেই হাতে।।


২৪ মার্চ ১৯৮৮, জাতীয় সংসদ ভবন, ঢাকা।