(আসরের অন্যতম জনপ্রিয় কবি সৌমেন বন্দ্যোপাধ্যায় (পীযূষ কবি)-এর "অদ্ভূত" কবিতার আলোকে আমার এ প্রয়াস। সবিনয়ে তাঁকেই নিবেদন করলাম)


নাকটা গুঁজে খড়ের পুঁজে
এই তো আছি ভাইরে,
হচ্ছেটা কি? আসল-ফাঁকি
দেখছি না তো বাইরে!


তা-না না-না নিজের গানা
নিজের সুরেই গাইরে!
নিজের খেয়ে পরের নেয়ে*
লাভের কিছু নাইরে!


আসল নকল নিজের দখল
এতেই যে সুখ পাইরে,
নিজেই রাঁধি  চুলও বাঁধি
নিজেই বেড়ে খাইরে!


----------------------
নেয়ে*=নৌকার মাঝি