একটু তো ভাই জাগুন!
একটু ঝরান আগুন!
দেখুন কেমন শীত পেরিয়ে-
আসে ধরায় ফাগুন!


লেপতোষকে মুখটা ঢেকে
ঘরের ভেতর বন্দী থেকে-
লাভটা কীসে বলুন?
শীতে শীতে ঝরছে পাতা
সবুজ বাগান হচ্ছে যা তা
সামাল দেবো চলুন!


নইলে পরে দিনে দিনে,
মরবো সবে খাদ্য বিনে!
থাকতে সময় আসুন সবে-
দেশের কাজে লাগুন!
একটু তো ভাই জাগুন!


###মঙ্গলবার,২১ মার্চ ১৯৮৯,সংসদ ভবন, ঢাকা###