ক.
অতিবৃষ্টি আর ওপারের ঢলে-
এদেশটা ভাসছে বন্যার জলে।
বাড়ছে কষ্টক্লেদ
কারো মনে চাপাজেদ
এই নিয়ে আমাদের দিনকাল চলে।।


খ.
বিপদ এলে বন্ধুকে যায় বটে চেনা,
দুর্ভোগ, রোগশোক কেউ দেখছেনা।
ভোট এলে হেসে হেসে
বলবেন ভালোবেসে
পাশ হলে শোধ দেবো এইসব দেনা।।


গ.
দিন যায় কথা থাকে, কথা র'লো মনে
সময় এলে কথা হবে বন্ধুর সনে।
অজুহাতে ভুলবো না,
মন থেকে তুলবো না
এই ব্যথা কোনদিনও বলি জনে জনে।।


##২৭ জুলাই ২০১৭, লালমনিরহাট##