চাউল ডাউল নুন
কিনতে যে হই খুন
সরিষা, সোয়া পাম
দামেই ছোটে ঘাম
আটা ময়দা সুজি
সস্তা কোথায় খুঁজি।
মুরগী, গরু খাসি
চড়া বারো মাসই
ইলিশ কাতল রুই
সাধ্য কোথায় ছুঁই
আলু পটল বেগুন
বাড়া দু’গুণ তেগুণ
কদু কুমড়া সাজনা
বাজায় দামে বাজনা
পালং কলমি ডাটা
ওদের গায়েও কাঁটা
পেঁয়াজ রসুন আদা
নিত্য দেখায় ধাঁধাঁ
জিরা হলুদ লংকা
রোজ বাজায় ডংকা।
দুধ চাপাতা চিনি
ডবল দামেই কিনি
কেক বিস্কুট রুটি
দশের মূল্যে দুটি
কমলা আঙুর বেল
কিনতে গেলে ফেল
আনার পেপে কলা
লাগবে আরো বলা?