ভোলানাথের পোলারা সব
কথায় বড় পাকা
পাকা কথার এপিঠ-ওপিঠ
আবার মধুমাখা!
মধুমাখা কথায় ফেসেে
কতোজনই গেছে ভেসে
ভেসে যাওয়া মানুষগুলোর
যায়নি হিসেব রাখা।


ভোলানাথের বড় ছেলে
করেন ওকালতি,
এই জীবনে তিনি কারোর
চাইলেন না ক্ষতি!
কিন্তু তার মিষ্টি কথায়
বেকসুরের জেল হয়ে যায়
তিনি তলেন জাজের নাকি
ধরেছে ভীমরতি।


মেজ ছেলে ব্যবসা করে
মুদি দোকানদার!
বাকি কিনে নগদ বেচেন
এটাই হবি তার।
মিষ্টি কথার মহাজনের
ক্ষতিসাধন করে ধনের
দুইকে কথায় আট করেন
আটকে করেন চার।


ভোলানাথের ছোট ছেলের
আছে পল্টিখামার,
ঠাকুর দাদার জমিজমা
বলে আমার আমার
আমার গেয়ে তা-ধিন তা-ধিন
নিচ্ছে তুলে ব্যাঙ্কের ঋন
মিষ্টি কথায় দৃষ্টি কাড়েন
সকল বড় মামার।।


...১৯/০৯/২০১৭...