কালকে রাতে ভূতের সাথে-
রঘুনাথের দেখা,
রঘুর সাথে কেউ ছিলো না
ভুত-ও ছিলো একা।


ভূতটা হেসে- ভালোবেসে-
বললো “ওরে থাম,
শেওড়া গাছের মামদো আমি,
তোর কীরে ভাই নাম?”


বুকটা দুরু, প্রাণটা উড়ু,
আগলে তবু ভাব,
বললো রঘু-“নাম বললে
পারবি নিতে চাপ?


কামটা করি নামটা বলেই
ধরি ভূতের ঘাড়,
তোর বাবা, ঠাকুর দাদাও
পায়নি মোটে ছাড়!


আয় কাছে আয় শুনবি যদি
কেমন বাপের পুত!”
একটুখানি চোখ রাঙাতেই
পালিয়ে গেছে ভূত!


26.02.2018 লালমনিরহাট।