বড় কন্যা কারোর পর না
সবারটা খায় গিলে,
সুযোগ পেলে যেথায় যেমন
ছোঁ মেরে নেয় চিলে।।
মেঝ কন্যা স্বামীর ঘর না,
থাকে বাপের ঘরে,
বাপের টাকায় ছেলে মেয়ে-
ডাটেই মানুষ করে।।
ছোট কন্যা দিচ্ছে ধরনা
মাসে উনিষ দিন,
শশুড় বাড়ির অবস্থা তার
খুবই যে সংগিন।।