বদলাতে চাই-
কিন্তু সে তো পারি না।
প্রবৃত্তির কাছে-
হারতে চেয়ে হারি না!

দিন বদলায়,
বদলে প্রকৃতির রঙ যে!
পথ বদলায়
বদলে চলার ঢঙ যে!

বদলে সাগর
বদলে পাহাড়, নদীও!
আমি পারি না-
বদলাতে চাই যদিও!