.              তোমার সাথে
                  দিনে রাতে
ঝুট ঝামেলার প্রহর গোণা
             এক সাথে আর
                কতোই থাকি
      হচ্ছে না তো বনিবনা!

তুমি এখন তোমার রূপে-
বিষ মাখছো চুপে চুপে!
কালকে তোমার-
ছিলো না কেউ,
আজকে কতো আপনজনা!