বড় হুজুরের জুতো-
পেলেই কোন ছুঁতো,
যার তার গায়ে যখন তখন
মারে ভীষণ গুঁতো!

থাক বা না থাক দোষ
আমরা নন্দ ঘোষ
দোষের বোঝা মাথায় নিয়ে
সবাই আঙুল চোষ!

এটাই যদি ধরণ-
আর কত কাল বরণ
খুবই শীঘ্র চাই যে মোদের-
একটা বিহিত করণ!

১৮ অক্টোবর ১৯৮৬, নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা।