আহলাদে... গদ  গদ  হরিরাম  কাস্তে;
ফিক্ করে হাসি দিয়ে বলে কথা আস্তে!
উল্টাতে জানেনা সে যেন ভাজা মাছটি;
উপরেতে জল ঢেলে নীচে কাটে গাছটি!


"ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের,
আমার এই সংগ্রাম,  ন্যায়-নীতি  দখলের!
থাকবে না দুঃখরে... আমি হলে মেম্বার,
দূর্নীতি দমনেরও... খুলে দিবো চেম্বার!
নালিশ সালিশ হবে সেইখানে রোজ রোজ,
অনাহারী কাঙালেরা পাবে কতো ভূড়িভোজ!"


কার খাবে, কার চাবে- মনে মনে ঠিকঠাক;
কোকিলের গান গাবে দ্বারে বসে দাঁড়কাক!