আমি ধর্মভীরু, তবে ধর্মান্ধ নই।
তাই...
স্বর্গ নরক যা-ই
এখানেই খুঁজে পাই।
আমি দেখেছি ইশ্বর, মানুষের মাঝে ঐ।।
আমি ধর্ম দেখি, কর্মে যদি জ্বলে।
তথা...
সবচে' বড় কথা-
যেথা হাসছে মানবতা!
আমি সেজদা নত, সেই ধর্মের তলে।।
### ২৪ এপ্রিল ২০১৭, লালমনিরহাট ###