গণতন্ত্রের গরম বুঝেই
চরম সাজো পারলে
নির্বাচনে কারচুপিটাই
চোখে পরে হারলে!

জিতলে বল ঠিক হয়েছে
জিৎটা আমার পাওনা
প্রতিপক্ষের জন্যে দরদ
একটু দেখাও? তাও না!

পাঁচটি বছর আরাম আয়েশ
থাকলো না আর চিন্তা
আমজনতা ঘাম ঝরাবে
নাচবে তুমি ধিন-তা।।

গাড়ি বাড়ি কর্মচারী
অভাব কিছু নাই তো
গণতন্ত্রের গলদ ঘেঁটে
কর্তা তুমি, তাই তো?