(এই কবিতাটি শুধুমাত্র কৌতুক করার জন্য রচিত)


উচিত কথা বলতে নেই
বলতে গেলেই
খাবে মাথায় গাট্টা;
ন্যায়ের পথে চলতে নেই
চলতে গেলেই
জুটবে শুধু ঠাট্টা।।


কারো বিপদ দেখতে নেই
দেখতে গেলেই
গুনতে হবে বাট্টা;
জটলা দেখে থামতে নেই
থামতে গেলেই
খেতে হবে খাট্টা!


কারো উপদেশ শুনতে নেই
শুনতে গেলেই
হাতের ঘুড়ি কাঁট্টা;
কারোর বুদ্ধি নিতে নেই
নিতে গেলেই
দুধটা হবে মাট্ঠা*।।
_________________
কৈফিয়ত : ‘মাঠা’-কে অন্ত্যমিলের কারণে ‘মাট্ঠা’ রূপে ব্যবহার করেছি।
১২ জুলাই ২০১৭, লালমনিরহাট।