আমি নীরবে চলে যাবো দূরে
আসবো না ফিরে কোন দিন
একবার যদি বলো-
ভালোবেসেছিলাম এখন আর নেই কোন ঋণ।।

ভাগ্য আমার সাথে করেছে যে ছলনা
সুখপাখি তাই তো আপন আর হল না।
বালুচরে খেলা ঘর বেঁধেছি আমি-
ঝড়ের প্রতি মন উদাসীন।।

হয় তো এভাবেই এজীবন হবে শেষ
মনের গভীরে রবে ব্যর্থ প্রেমের রেশ
তবুও নিজেকে সুখী ভেবে নেবো-
যতই থাকিনা কেন সুখবিহীন।।