আসরের নতুন কবি মাহমুদ সোহেল (মায়া নদীর মন মাঝি) তাঁর আজকের প্রকাশ "প্রজাপতি" পাঠের পর আমার এই গীতিকাব্যটি লেখা। তাই এটি তাঁকেই উৎসর্গ করা হলো।

মায়া নদীর মন মাঝিরে...
ও তোর...
মনে কিসের জ্বালা?
পারে বসে আমি বন্ধু...(হায়রে)
গাঁথি দুখের মালা।।

দিবানিশি হায়রে নদী
ভাঙে কতো ঢেউ
আমার দু’চোখ নদী হলো...
দেখে নাতো কেউ!
একটু প্রেমের ছোঁয়া পেতে
হই কতো উতলা!
মায়া নদীর মন মাঝিরে...

জনম আমার গেলো বৃথা
কড়ি জোগার নাই
বিনা মূল্যে কে পার করে...
কাহারে সুধাই?
একা বসে কান্দিরে তাই
সাজাই দুখের ডালা!
মায়া নদীর মন মাঝিরে...
ও তোর...
মনে কিসের জ্বালা?