কোথায় গেলা প্রাণের স্বামী
খুলিয়া মায়ার বাঁধন?
তোমর তরে কান্দে তোমার
অভাগিনী ছমিরণ!
ছাইড়া যদি যাইবা আমায়-
দিছিলা ক্যান আশা,
বুকের সাথে বুক মিলাইয়া
এত্তো ভালোবাসা!
এমন পীড়িত শিখাইয়া-
কোথায় তুমি রও এখন?
ইটের পরে ইট রাখিয়া
উচুদালান গাথা হয়;
কুড়িতে বুড়ি বানাইলা
হায়রে খোদা দয়াময়!
পচিশ টাকায় দিন-মজুরী
দুখিনী নারীর জীবন!
রচনাকাল : ০৫ ফেব্রুয়ারী ১৯৯৯, তাইচুং, তাইওয়ান।