কতো কইরা বুঝাই তোরে-
তুই কেনো বুঝিসনা মন
স্বামীর ঘরে ভালোই আছে
ভালোবাসার ছমিরণ!
ভুইলা গ্যাছে বেবাক কথা
এখন মনে রাখেনা
তোর জন্যে মন একলা ঘরে
রাত্রি জাইগা থাকেনা!
খুইজা পাইছে সুখের সংসার
তোরে ভাববো কি কারণ!
আল্লার কাছে দোয়া কর মন
সুখ যেনো তার উছলায়,
স্বামীর পায়ের নীচে বেহেস্ত্
অভাগী যেন খুইজা পায়!
হাসি-খুশীর জোয়ারে যেন
ভইরা ওঠে তার জীবন!
রচনাকাল : ০৭ ফেব্রুয়ারী ১৯৯৯, তাইচুং, তাইওয়ান।
***১৯৯৯ সালের জানুয়ারী মাস। ভীষণ ঠান্ডা পড়েছিল তাইওয়ানে। আমরা ১০/১২ জন বাঙগালী প্রতি রোববার একত্র হয়ে আড্ডা দিতাম। আমার সাথে কাজ করতো-শরিফ নামের ঢাকাস্থ হাজারীবাগের একটি ছেলে। সে খুব ভালো গান গাইতে পারতো, বিশেষ করে ফকির আলমগীরের ছকিনা টাইপের গণ-সংগীতগুলো। এক বৈঠকে তার গান শুনে আমরা সবাই যথারীতি মুগ্ধ এবং সিদ্ধান্ত নিলাম, দেশে ফিরে আমরা কজন মিলে শরিফকে দিয়ে একটি অডিও এ্যলবাম বের করবো। তবে ফকির আলমগীরের গান দিয়ে নয়, একই ধাচের নতুন কোন গান দিয়ে। গান লেখার দায়িত্ব পড়লো আমার উপর। কি আর করি.........অতি উৎসাহে আমিও লিখে ফেললাম 'ছমিরণ' শিরোনামে ১৫টা গান। যা গীতিকাব্য আকারে ধারাবাহিক ভাবে প্রকাশ করছি। ভুলত্রুটি সুধরে নিতে আপনাদের সমালোচনা একান্ত কাম্য।।