কথা দিয়া রাখলানা ক্যান
কওনা বিবি ছমিরণ,
আমারে পর কইরা গেলা-
অন্য বাড়ি কি কারণ?

জানি জানি সবই জানি-
করছো তুমি অভিনয়,
আমারে শিখাইয়া গেছো-
ভালবাসা কারে কয়।
জীবন এখন আমার কাছে
ঠিক যেনো বিষের মতন!

এখন কিগো সুখে আছো?
ভুইলা গেছো ইতিহাস?
নাকি বুকে চাইপা রাখো
ভালোবাসার দীর্ঘশ্বাস?
তোমরা নারী সবই পারো
স্বার্থ মতন রূপধারণ!

রচনাকাল : ০৭ ফেব্রুয়ারী ১৯৯৯, তাইচুং, তাইওয়ান।