মানুষ নাকি শ্রেষ্ঠ প্রাণী
এই না ধরাধামে
আসলে কি শ্রেষ্ঠ তারা-
নিজের কৃতকামে?


স্বার্থ-লোভে তারাই সদা
প্রকৃতির ধন কাড়ে
বোঝে না সে নিজের পায়ে
নিজেই কুড়াল মারে।


দোষটা আবার স্রোষ্টারে দেয়
বিপদ যখন আসে
স্রোষ্টা ওদের কাণ্ড দেখে-
একা একাই হাসে।


ভাবে-"তোদের শ্রেষ্ঠ করা
আমার ছিল ভুল,
পৃথিবীতে তোরাই যতো-
গণ্ডগোলের মূল।"