গণতন্ত্রের মানে-
সবাই কি আর জানে?
অজ্ঞ সেথা রাজাধিরাজ
বিজ্ঞ বোঝা টানে-
রাজ্যের সবখানে।।

গণতন্ত্রের জোরে-
রক্ষক বনে চোরে
জনতার মাল দেয় পাহারা
সন্ধ্যা থেকে ভোরে,
সে-ই গর্ত খোঁড়ে।।

গণতন্ত্রের ফাঁকি
বুঝতে পারো তা কি?
বাবা যাকে ভাই বলেন
আমিও ভাই ডাকি,
ভুল বললাম নাকি?

১৫ মে ২০২৪, লালমনিরহাট।