তোমার আমার গড়াচ্ছে কাল, আঁধার রাতে!
ঝুলছে তালা (অদৃশ্য) এই সবার হাতে!
পেটের মাপে পাই কি খাবার নিজের পাতে?


কানটা চেপে, চোখটা বুজে,
কেমনে পাবো রাস্তা খুঁজে?
বাঁচার মতো বাঁচতে হলে এই জাতিকে-
আবারও ভাই জাগাতে হবে একটি ঘা-তে!


###মঙ্গলবার,০৭ মার্চ ১৯৮৯, ঢাকা###