কাটলোরে দিন গুরুত্বহীন...প্রতি দিনের মতো
অথচ... এই দিনটি ঘিরে  সাহস ছিলো কতো!
রেসকোর্সের বিশাল মাঠে
                              জেগে ওঠার মন্ত্র পাঠে
জেগেছিলো দেশটা জুড়ে  বীর বাঙালী যতো!!

এক মুজিবের কন্ঠে বেয়ে.. এলো সেদিন ডাক
ঘরে ঘরে লক্ষ মুজিব কইরে... তোরা... জাগ!
সবার মনে একই আশা
                             স্বাধীনতা বাঁধলো বাসা
এদেশ আমার এদেশ থেকে স্বৈরী নিপাত যাক!

থাকবোনা আর তেমন হয়ে আগে যেমন ছিলাম
আনবো দেশে স্বাধীনতা...... মন্ত্রে শপথ নিলাম!
বৈরী তালে স্বৈরী নাচে
                         থামলো নাচন লাঠির কাছে
বর্গী যতো এদেশ থেকে... ঠিক তাড়িয়ে দিলাম।

সেই দিনটি কেটেই গেলো..... রা' করেনি কেউ!
পাইনা ভেবে কোথায় গেলো ভালোবাসার ঢেউ?
ধরেই নিবো তবে কীরে
                         ক্রমে তারা আসছে ফিরে
একাত্তরেই  যারা   ছিলো....  বর্গীয়দের  ফেউ!

বুকের ভেতর থাকে যদি  স্বদেশ  প্রেমের আশা
হতেই  হবে    মুজিব বাদী  ভালোবাসার  চাষা
দেখতে হবে নইলে পরে
                         ঘোগের বাসা বাঘের ঘরে
বোটা  ছেড়া  পদ্ম  হয়ে... অ-থই জলে ভাসা।।

=========================
# ০৮ মার্চ ১৯৮৭, নাখালপাড়া, তেজগাঁ, ঢাকা।
# সম্পাদন : ৩ মার্চ ২০১৭, লালমনিরহাট।