(জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে)


কেমন করে ভাববো বলো-
আজ কে তুমি নেই,
তোমার ছবি দেখছি আমি-
দু’চোখ মেলি যেই!


ডানে-বায়ে, কাছে-দূরে-
এই বাংলার হৃদয়জুড়ে;
সবুজ-শ্যামল,
ফুল ও ফসল,
তুমি-ই যেন-হাসছো সদা-
সকল কিছুতেই!!।


গাছের শাখে, পাখির গানে,
বহতা নদীর কলতানে,
মেঘের ছায়ায়,
দূর নীলিমায়,
দৃষ্টি আমার যায় যতোদূর-
পাচ্ছি তোমান খেই!!


##৭ মার্চ ২০১৮, লালমনিরহাট##