বেসুরো গান গাইছে আমার পরানপাখি!
স্বাধীনতার নামে কেবল জোটলো ফাঁকি!
বন্ধ দমে আর কতো কাল বন্দী থাকি?


স্বৈরী নাচে বৈরীতালে তাক ধিনা ধিন!
বলছো ভায়া “এমনি করে যাক কিনা দিন”?
দিন বদলের ফন্দি এবার করতে হবে।
বীর বাঙালী জেগে ওঠো- মারবো ঝাঁকি!


###সোমবার,০৬ মার্চ ১৯৮৯,সংসদ ভবন, ঢাকা###