যেমন খুশী ভাবতে পারো_
তোমার মত করে-
লাগাও আগুন জলপুকুরে
বন্ধু করো শেয়াল-কুকুরে
চাঁদটাকে ঐ নামিয়ে নাও-
দুহাত দিয়ে ধরে।।
উল্টোদিকে ছোটাও নদী-
সাগর থেকে পাহাড়-
গাছগুলিকে হাঁটাও পথে
ইচ্ছে মাফিক চরাও রথে
পৌষ মাসের কন্ কনে শীত-
সাজাও গ্রীষ্ম বাহার।
আকাশটাকে নিতেই পারো,
চাদর দিয়ে মুড়ে-
ঝড়-ঝঞ্ঝা দূরে ঠেলে
রাখো মনে আশা জ্বেলে
ঝুট-ঝামেলার যাপিত দিন
যাক সহজেই দূরে।।