অজগাঁয়ে ‘গজ’ এলো-
গজ মানে- হাতি
হাতির পিঠে মাহুত বসে
মাথার উপর ছাতি
যেন রাজার নাতি!


বাড়ি বাড়ি গিয়ে হাতি
তোলে চাঁদার টাকা
চাঁদা পেলে সালাম ঠোঁকে
সূরটা করে বাঁকা
জানান বড় কাকা।


পা’ দিয়ে ইশারা করে
মাহুত হাতির কানে
কেমন ছোঁয়ায় কি করবে
হাতি সেটা- জানে
এবং তাহা মানে।


টাকা পেলেই হাতি খুশি
মাহুতও তার সাথে
হাতির খাওয়া যেমন তেমন
মাহুত দুধে-ভাতে
আয়েশ করে তাতে!