আগুন ঝরা ফাগুন শেষে-
এই উত্তাল দিনে-
পণ করেছি 'স্বাধীনতা' আমি
তোমায় নিবো কিনে!


করেছি গঠন, সংগ্রামী মন
পিতার আদেশ পেয়ে,
লড়াই করে জিততে হবে
চেতনার গীত গেয়ে!


জাগরে আমার ভাই-বোনেরা
যার যা আছে হাতে
হটাতে হবে স্বৈরী শাসক
ঘাত ও প্রতিঘাতে!


পেরুতে হলেও রক্ত নদী
করবো নাকো ভয়,
দৃঢ় কন্ঠে গাইবো সবাই
জয় বাংলার জয়!


_______________
08.03.2018 Lalmonirhat