রাজার বাড়ির পান-সুপারী
চিবিয়ে মুখ লাল!
"ভালো থাকিস মদন মোহন"
বলছিলো সুখলাল!


"আসছে ভোটে রাঙা ঠোঁটের
বহর রাখিস মেপে,
প্রজারা নেই আগের মতন
সবাই আছে ক্ষেপে!


উঠলে তুফান বাঁচাতে জান
হারিয়ে যাবে খেই,
কাঙাল আমি বাসি হলেই
ফলবে কথা এই!"


রচনাঃ ২০/০৬/১৯৮৯, মঙ্গলবার, জাতীয় সংসদ ভবন, ঢাকা।
সম্পাদনঃ ২০/০৩/২০১৮, মঙ্গলবার, লালমনিরহাট।।