লেকচারে পাকা-
কেরামত কাকা
অন্যকে শোধরাতে-
দেন উপদেশ।

নিজে ভুলপাঁকে
দিনরাত থাকে
সেই কথা বললে-
হবে নাতো শেষ!

টানে সিগারেট
খেলে জুয়া-বেট
কাকিমার সাথে-
মোটে বনে না।

পাড়াময় লোকে
সালামও ঠোঁকে
মন থেকে ঠোকে-
কোন জনে না।