কবি হয়ে লাভ নেই
দাপাদাপি মিছে,
অভাবের সাপ নাচে
কবিদের পিছে!


সুযোগ পেলেই সে
ফোঁস করে ওঠে,
কবির হারায় দিশা
ভো-দৌড় ছোটে!


হাবলুকে দেখে হলো
বাবলুর শেখা,
ছেড়ে দিলো তাই সে
কবিতাটি লেখা!


অবসরে করবে কী
ভাবছিল একা,
মনে হলো বেশ ভালো
বসে টিভি দেখা!