এলোমেলো ভাবনারা গুটিগুটি পায়
যখন ঐ নীলিমাটা ছুঁয়ে দিতে চায়
আমার এই মনটা হয় উড়োপখি
রঙধনু রঙে চায় হতে মাখামাখি!


কাজলমেঘের কোলে বলাকার সারি
ওদের সাথেও মন দেয় দূর পাড়ি
যায় সে উড়ে কতো অজানার দেশে
আকাশেরনীল যেথা জমিনেতে মেশে


কখনও বা মন হয় বৃষ্টির ফোটা
অবিরল ছোঁয় কেয়া-কদমের বোটা।
দুরন্ত নদী হয় কখনও বা ফের,
ধুয়ে মুছে দিতে চায় অতীতের জের!