(এই ছড়াটি প্রিয়কবি রঞ্জন গিরি-কে উৎসর্গ করা হলো)


মনে নাচে প্রতারণা;
সাধু সাধু বেশটা,
রাজনীতি ভাজ নীতি
ভেজে খায় দেশটা!


জনগণ সাধারণ-
বোঝেনা তো ঘন্টা;
ওনাদের সম্পদে-
বাড়ে তাঁর ধনটা!


আরাম-আয়েশ বাড়ে
বাড়ে মনে সুখটা,
জনগণ দেখে তাঁর
সাধু সাধু মুখটা!!