নিয়তির খেলা


ক.
রূপবতীর রূপের অহং
গুণবতীর গুণ,
আন্নারানী রান্না করেন
জানেন কতো নুন!


খ.
নুন আনতে পান্তা সাবার
আরব আলী কাকা,
বড়ছেলে ফুড অফিসার
তিনি থাকেন ঢাকা!


ঢাকায় নাকি টাকা ওড়ে
ধরেন লাখে লাখ
গাঁও-গেরামের কামলা কিষাণ
থাকে উপোস থাক্।


থাকলে উপোস দু’এক বেলা
তাতে কি কেউ মরে,
কার বা ঘামে কেউ বা চামে
আরাম আয়েশ করে!!


##০৮/১০/২০১৭, লালমনিরহাট##