নূরনবী! কথা ক'বি?
কই দিলি ডুব?
সন্ত্রাসে- দেশ ভাসে
তুই কেনো চূপ?


স্বৈরীর অনাচারে
খুন ঝরে ফি-বারে
স্বাধীনতাহারা মা'র
কাঙ্গালীনি রূপ!
নূরনবী! দেখে সবই
তুই কেনো চুপ?


জেগেওঠ্ রেগেওঠ্!
ঝঞ্ঝার বেগে ছোট্!
দেশময় আজ তোর
প্রয়োজন খুব।
নূরনবী তুই-ই হবি
সাধনার ধূপ।।


৩০ মার্চ ১৯৮৮, উত্তরা, ঢাকা।
================