চারটা শালিক কিচিরমিচির
দুইটা চড়ুই ফুরুৎ
কাঠ-ঠোঁকরা একটা এসে
বাসায় ঢোকে সুরুৎ!


দুইটা ঘুঘু ক্লান্ত হয়ে-
বসলো পাকুর গাছে
বেগুন ক্ষেতে টোনা-টুনি
তিড়িং বিড়িং নাচে!


একটা দোয়েল শিস বাজিয়ে
মাতিয়ে তোলে গাঁ
অল্প জলে সাঁতার শেখে
ছয়টা হাঁসের ছা!


মাছের খোঁজে পানকৌড়ি
পুকুরে দেয় ডুব-
সংগী হারা একটা তিতির
হঠাৎ ডেকেই চুপ!


দুইটা হলুদ কুটুম পাখি
কদম গাছের ডালে-
চার কবুতর বাকুম বাকুম
টিনের ঘরের চালে।


একটা কোকিল কুহু কুহু
ডাকছে যেন কই-
এতো পাখির গ্রামটা দেখে
শুধুই অবাক হই!