ওরে ও… নন্দ লিখে যা ছন্দ
সকল দ্বন্দ্ব ভুলে,
বাড়ির কর্তী- হয়েছে ভর্তি
বাবুনের ইশকুলে।


সকালে নাস্তা জোটেনা আস্তা
মেরী দুইখান ছাড়া,
গড়ায় দিনটা অব্দি তিনটা
ক্ষুধারাম করে তাড়া!


দিচ্ছে আড্ডা খুড়ছে গাড্ডা
গিলছে নেশা-পানি,
ছেলে মতিয়ার; বাড়িতে সবার
তাই নিয়ে পেরেশানী।


ভুত-ভবিষ্যৎ শুধু নাকে খৎ
দু’চোখে অন্ধকার
বড় মোল্লায় যাক না গোল্লায়
ছোটটাই কর্ণধার!