পেটুক আমি!
সারাদিন করি খাই খাই
ভাত-রুটি, তেলেভাজা,
মন্ডা-মিঠাই-খাজা,
ফল-মূল তাজা তাজা-
যা কিছু পাই।


কেউ হাসে, কেউ শাসে
কেউ বলে "খেয়ে খেয়ে-
বাড়ছে যে ভূঁড়ি!
এতো খেলে বাঁচবিনে,
বিধাতাই তুলে নেবে-
হাতে মেরে তুড়ি!"


আমি বলি-
“আপনার অনেক টাকা,
দামী গাড়ি, বাড়ি পাকা,
কিন্তু বলুন কাকা-
খাচ্ছেন কি কি?


সকালে একটি রুটি
দুপুরে ছটাক ভাত
সাঁঝে বিস্কুট দু'টি
উপোসে কাটছে রাত।
জীবনের বাকি পরে-
রয়েছে তো সিকি!


পাহাড় সম্পদ।
যাই বলি উচু-নিচু
আত্মা পেলো কি কিছু?
আশা হলো বধ।


আমি পেটুক!
ঢের ভালো-
আত্মাকে দিয়ে চলি
পাচ্ছি যেটু্ক।”
_________________
লালমনিরহাট, ১০/১০/২০১৭ইং