তুমি ধূপ__
নিশ্চুপ__
মিশো বাতাসে-
নিজে দগ্ধ_
করো মুগ্ধ_
তব সুবাসে!
শুভ গন্ধে_
কী আনন্দে_
মন হরষে!
আমি তৃপ্ত_
হই দ্বীপ্ত_
তোমা’ পরশে।
#২৮ জুলাই ২০১৫, লালমনিরহাট।