হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী শেখ মজিবর রহমান!
আপনার তরে রেখে যাই আমার স্বশ্রদ্ধ সম্মান!
আপনার দান-
বড় অফুরান,
কখনো ভোলার নয়;
আপনি ছিলেন মহান পুরুষ, জগতের বিস্ময়!


সবুজে-শ্যামলে,
সাগরের জলে,
সুনীল আকাশের গায়;
এই বাংলার প্রান্তর ছুঁয়ে যতোদূরে চোখ যায়-
আপনার ছবি, আপনার আওয়াজ-
আপনি যে মহিয়ান!
আপনার তরে রইলো আমার নিবেদিত সম্মান!


আপনি না হলে হয়তো হতোনা জিঞ্জিরখানি খোলা;
অভাগা হয়েই বাঙালীজাতি রয়ে যেতো পথভোলা!
আপনি দিয়েছেন আঁধার-বাসীরে-
আলোকের সন্ধান!
আপনার তরে রেখে যাই আমার শতকোটি সম্মান!