(প্রেক্ষাপট-২০০৭/ রচনা : ০১/০৮/২০০৭ ইং)

সকলে পাবে মৃত্যুর স্বাদ
বিধির বিধানে দেয়া,
তবুও কিছু মৃত্যু এমন-
যায়না তো মেনে নেয়া।

তোমার মৃত্যু তেমনি ছিল
ভুলতে পারিনা মোটে
বুকের ভিতরে ব্যথার নদী
ছলকে ছলকে ওঠে!

পাঁজির দোসর, কাজী সাহেব
বলতে তবু মানা
সুতোর টানে পুতুল নাচান
সবার আছে জানা!

ভাবতে পারিনা এমন লজ্জা-
রাখবো কোথা আজ
খুনীর বিচার করতে গিয়ে-
বিব্রত হন জাজ!

ইচ্ছে করে খুনীরে তোমার
খুন করি নিজ হাতে,
কষ্ট আমার কিছুটা লাঘব
হয় যদি হোক তাতে!